ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে মিড ডে মিল চালু

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে মিড ডে মিল চালু

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট শহরের বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হয়েছে।

রোববার দুপুরে শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

এ সময় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের সুস্থ রাখতে এই উদ্যোগ চালু করা হয়েছে। নিয়মিত মিড ডে মিল পেতে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন ২০ টাকা করে দিতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী নওশিন জাহান প্রাপ্তি বলেন, এখন থেকে স্কুলে এসে স্বাস্থ্যকর খাবার খেতে পারবে। বিদ্যালয়ে মিড ডে চালু হওয়ায় তারা খুশি।


রাইজিংবিডি/বাগেরহাট/৮ সেপ্টেম্বর ২০১৯/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়