ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

বাগেরহাট সংবাদদাতা : ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট জেলাব্যাপী একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেনসহ আরো অনেকে। 

অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষার্থীরা বাগেরহাট শিশু হাসপাতালের মোড় থেকে একটি র‍্যালি বের করে।

জেলাব্যাপী সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচির মাধ্যমে জেলা শহর, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

 

রাইজিংবিডি/বাগেরহাট /৬ আগস্ট ২০১৯/আলী আকবার টুটুল /জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়