ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বান্দরবানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে অভিযান

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরাতে অভিযান

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার সকালে শহরের কালাঘাটা, বড়ুয়ার টেক, ফেন্সিঘোনা, রাণীর চর, গজনিয়া পাড়াসহ বিভিন্ন দুর্গম পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আলী নূর। আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশসহ অনেকে।

অভিযানের প্রথম দিনে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের সতর্ক করার পাশাপাশি নিরাপদে সরে যেতে নির্দেশ প্রদান করা হয়। কেউ নিরাপদ আশ্রয়ে সরে না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

প্রসঙ্গত, টানা বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের বিভিন্ন স্থানে ছয়জন নিহত হন।



রাইজিংবিডি/বান্দরবান/১৭ জুন ২০১৭/এসবাসু দাশ/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়