ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বার্নসের সেঞ্চুরিতে লিডের পথে ইংল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্নসের সেঞ্চুরিতে লিডের পথে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি করেছেন ররি বার্নস। তার সেঞ্চুরিতে অ্যাশেজের প্রথম টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৪ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৬৭। বার্নস ১২৫ ও বেন স্টোকস ৩৮ রানে অপরাজিত আছেন।

৬ উইকেট হাতে নিয়ে মাত্র ১৭ রানে পিছিয়ে আছে ইংলিশরা। নাটকীয় কিছু না ঘটলে স্বাগতিকরা বড় লিডই পেতে যাচ্ছে।

প্রথম দিনের বিনা উইকেটে ১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। তবে জেসন রয় বেশিক্ষণ টেকেননি। জেমস প্যাটিনসনের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে (১০)।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক জো রুটের সঙ্গে ১৩২ রানের বড় জুটি গড়েন বার্নস। রুট ১১৯ বলে ৫৭ রানে পিটার সিডলকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এ জুটি।

এরপর জো ডেননি উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। বেশিক্ষণ টেকেননি জস বাটলার। তখন ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান।

একপ্রান্ত আগলে রাখা বার্নস পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ৯৯ থেকে নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে ২২৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন অষ্টম টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনার।

দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি বার্নস ও স্টোকস। দুজন ৭৩ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়