ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাল্যবিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লালকার্ড

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিয়ে, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লালকার্ড

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ‘বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়’- স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করেছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে রোববার সকালে উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সমাবেশে লালকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল করিম রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, আরিফুল ইসলাম, আলমগীর হাসান মজনু, রুবেল প্রমুখ।

পরে বাল্যবিয়ের, যৌতুক ও মাদকের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৫ মে ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়