ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপি নেতাদের শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি নেতাদের শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত

দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের মাজার জিয়ারত করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সাড়ে ১২ টায় হজরত শাহজালালের (রহ.) মাজার এবং সোয়া ১টার দিকে হযরত শাহপরাণের মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. জেডএম জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সমৃদ্ধি, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে নেতারা সকাল ১১টার একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়ে ১২টায় সিলেট বিমানবন্দরে নামেন। সেখান থেকে তারা সরাসরি মাজারে যান।

মাজার জিয়ারত শেষে নেতারা হোটেলে ফেরেন। সেখানে বিশ্রাম শেষে তারা সমাবেশে যোগ দেবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


ঢাকা/সাওন/নোমান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়