ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিপর্যস্ত শিডিউলে মহাবিরক্ত যাত্রীরা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ১০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপর্যস্ত শিডিউলে মহাবিরক্ত যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : টিকিট পেতে পোহাতে হয়েছিল একদফা ভোগান্তি। এবার বাড়ি যেতেও তাই। রেল পথের যাত্রীদের ভোগান্তি যেন কমার নয়। এ যেন নিয়তি আগে নির্ধারিত।

শনিবার সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেলো ট্রেন ছাড়ার শিডিউল পুরো বিপর্যস্ত। কোনো ট্রেন ছাড়তে ৬ ঘণ্টা, কোনোটি ৮ ঘণ্টা, আবার কোনো ট্রেন ১০ ঘণ্টা পিছিয়ে শিডিউল দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে নাড়ির টানে বাড়ি ফেরা যাত্রীরা মহা বিরক্ত। শুধু মহাবিরক্ত নয়, রীতিমত ক্ষুব্ধ।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানানো হয়েছে, রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় ছাড়ার কথা ছিলো। কিন্তু এটি সাড়ে ৮ ঘণ্টা দেরিতে দুপুর আড়াইটায় ছেড়ে যাবে।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিলো। কিন্তু এটি ৬ ঘণ্টা দেরিতে আনুমানিক সকাল ১২ টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৮টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো। ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক বিকেল ৪টায় ছেড়ে যাবে।

রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা ছিলো। এটি রাত ৯টায় ছেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

 

দেরিতে ট্রেন ছাড়া নিয়ে শামসুল নামে এক যাত্রী বলেন, রীতিমত আমাদের নিয়ে তামাশা শুরু হয়েছে। ঠিকমতো ট্রেন ছাড়ছে না। বাড়ি যাওয়ার আনন্দ শেষ হয়ে যাচ্ছে।

সামিয়া আফরিন নামে রংপুরগামী ট্রেনের যাত্রী বলেন, ‘সকাল ৮টায় এসেছি। ১২ ঘণ্টা লেট। এটা শুধু রেলওয়ের খেয়ালিপনার কারণে হয়েছে।’

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাইমা রহমান বলেন, ‘১৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আজকের ট্রেনের এসি সিট পেয়েছিলাম। এখন বাসায় ফিরে যাবো। পরে আবার স্টেশনে আসার কোনো উপায়ও নেই। এই অবস্থায় মনে হচ্ছে ঈদে বাড়ি যাওয়াই উচিত নয়।’

ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী মানসুরুল আলম বলেন, ‘৬ টার ট্রেন ২ টায় যাবে। বাড়ি যেতে এরচেয়ে দুর্ভাগ্যের কিছু আছে?’

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেন, ‘গতকাল টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এই কারণে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিলো। ফলে এই প্রভাব ওই রুট ব্যবহারকারী সব ট্রেনের ওপর পড়েছে। এ কারণে ট্রেনগুলোর শিডিউল ঠিক নেই।’

গত ১ আগস্ট যারা অগ্রীম টিকিট সংগ্রহ করেছিলেন, তারাই আজ ট্রেনযোগে বাড়ি ফিরছেন।


রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৯/নূর/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়