ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বিমানের দুই ট্রাফিক হেলপার রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানের দুই ট্রাফিক হেলপার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি সোনাসহ গ্রেপ্তার হওয়া বাংলাদেশ এয়ারলাইন্সের দুই ট্রাফিক হেলপারের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- এমদাদ হোসেন চৌধুরী ও মো. আবদুর রহিম।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক স ম কাইয়ুম আসামিদের আদালতে হাজির করে মামলার অন্য আসামিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুল কামাল মন্ডল রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১৩ জুলাই দুপুরে ওই বিমানকর্মীদের ৩৮টি সোনার বারসহ হ্যাঙ্গার গেটের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এসব সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। কর ফাঁকি দিয়ে চোরাই পথে স্বর্ণ পাচারের অভিযোগে বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়