ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিল্ডিং কোড মানলে বড় ক্ষতি থেকে রক্ষা মিলবে’

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিল্ডিং কোড মানলে বড় ক্ষতি থেকে রক্ষা মিলবে’

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি থেকে দেশবাসী রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

‘‘আমরা এখন উন্নত হচ্ছি কিন্তু উন্নত প্রযুক্তি এখনো পুরোপুরি সংযুক্ত করা সম্ভব হয়নি’’- বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জের একটি পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সিলেটের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা ঢাকার বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি এ ঘটনা এবং পুরান ঢাকার ঘটনায় হতাহতের বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন।

তিনি এও বলেন, ‘‘রানা প্লাজার দুর্ঘটনার পর আমাদের গার্মেন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে। কিন্তু, বড় বড় ভবনের সেফটি এন্ড সিকিউরিটি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য আমাদের শিক্ষা নেওয়ার সময় হয়েছে।’’

উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও সড়ক নির্মাণের সময় ফায়ার হাইড্রান্ট ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘উন্নত দেশগুলোতে যতগুলো ভবন হয় সেগুলোতে জরুরি মুহূর্তের জন্য স্প্রিং ক্লাব, স্কেইপ এক্সিট থাকে। ভবনগুলো নির্মাণ হয় রাস্তার পাশে। রাস্তায় সবসময় ফায়ার হাইড্রান্ট থাকে এবং সেখান থেকে পানি পাওয়া যায়। এ জন্য বাংলাদেশেও সড়ক নির্মাণের সময় ফায়ার হাইড্রান্ট ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘‘সার্টিফিকেট, জমির কাগজ ও পাসপোর্ট জালিয়াত বন্ধে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ জন্য ডিজিটাল সত্যায়ন ব্যবস্থা চালু করা হচ্ছে। যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে কাগজপত্র সত্যায়িত করা সম্ভব হবে।’’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সিলেটের আহ্বায়ক, সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদের সভাপতিত্বে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখসহ উপস্থিত ছিলেন।

দু’দিনের সফরে মন্ত্রী শুক্রবার সকালে সিলেট এসে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে মন্ত্রী বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রধান ফটক, খেলার মাঠের সীমানা প্রাচীর ও ফটক এবং টিলাগড় পয়েন্টে মেজর মোতালিব ভাস্কর্যের উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে কনসার্ট ফর লাইফ, ডোনেট ব্লাড, সেইভ লাইফ-এ যোগ দেন।

শনিবার সকাল ১১টায় সিলেট প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী।



রাইজিংবিডি/সিলেট/২৯ মার্চ ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়