ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুড়িগঙ্গার সীমানা নির্ধারণ ও দখলদার উচ্ছেদের দাবি

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুড়িগঙ্গার সীমানা নির্ধারণ ও দখলদার উচ্ছেদের দাবি

নিজস্ব প্রতিবেদক : বুড়িগঙ্গার সঠিক সীমানা নির্ধারণ ও  দখলদারদের স্থায়ীভাবে উচ্ছেদের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। 

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপার  আয়োজিত এক  সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সমন্বয়হীনতার কারণে দেশের অনেক নদীর মতোই বুড়িগঙ্গা ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। গত দুই দশকে এ নদীর দুই পাশ ঘেঁষে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও দখলদার উচ্ছেদ করা যায়নি। বুড়িগঙ্গা নদী এখন মৃত্যুমুখী। বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হলেও তা সম্পূর্ণ হয়নি, আবার তা দখল হয়েছে, এসেছে নতুন দখলদার।

বক্তারা আরো বলেন, নদীর প্রতি অবহেলার জন্য পৃথিবীর অনেক সভ্যতা বিলুপ্ত হয়েছে, বুড়িগঙ্গা ধ্বংস হলে ঢাকা শহরও ধ্বংস হবে। নান্দনিক সৌন্দর্য, মৎস্য সম্পদ, নৌ-পরিবহন, জনমানুষের জীবন-জীবিকা ও সুস্বাস্থ্যের জন্য বুড়িগঙ্গাসহ অন্য নদীগুলোকে রক্ষা করার দাবি জানান তারা।  

এ সময় পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ড. আব্দুল মতিন, বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী মিহির বিশ্বাস, আনিসুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়