ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃষ্টির আগে ইংল্যান্ড পেসারদের দাপট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির আগে ইংল্যান্ড পেসারদের দাপট

ক্রীড়া ডেস্ক: লর্ডস টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির হানা।  পন্ড হলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লড়াই।

শুক্রবার যেটুকু সময় খেলা হয়েছে তাতে উত্তাপ ছড়িয়েছেন ইংল্যান্ডের তিন পেসার।  বৃষ্টির আগে তাদের দাপটে বিপর্যয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

প্রথম দিনের খেলা বৃষ্টিতে পুরোপুরি পন্ড হওয়ার পর দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।  অসি বোলারদের দাপটে ২৫৮ রানের বেশি করতে পারেনি তারা। জবাবে অস্ট্রেলিয়া ৩০ রানে ১ উইকেট নিয়ে দিনের খেলা শেষ করে। শুক্রবার বৃষ্টির কারণে মাত্র ২৪.১ ওভার খেলার সুযোগ পায় দুই দল।  এ সময়ে অস্ট্রেলিয়ার ৩ ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড।  অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৮০।  স্বাগতিকদের থেকে এখনও ১৭৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
 


ব্যানক্রফট ৫ ও খাজা ১৮ রানে দিনের খেলা শুরু করেন।  তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া।  কিন্তু জোফরা আর্চার তাদের জুটি বড় হতে দেয়নি।  ব্যানক্রফটকে এলবিডব্লিউ করে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান এ পেসার। সঙ্গী হারানোর পর খাজাও বেশিক্ষণ টিকতে পারেননি। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।  তার ব্যাটের চুমু খেয়ে বল যায় বেয়ারস্টোর হাতে।  ৩৬ রান করেন খাজা।

বৃষ্টির আগে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ট্রেভিস হেড।  ব্রডের ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ হন ৭ রানে।  আম্পায়ার আলীম দার ইংল্যান্ডের আবেদনে সাড়া দেননি।  রিভিউ নিয়ে হেডকে ফেরান ব্রড।

এরপর বৃষ্টির বাগড়ায় পন্ড হয় দিনের খেলা।  স্মিথ ১৩ ও ওয়েড শূণ্য রানে অপরাজিত থেকে সাজঘরে ফিরেছেন।


রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ