ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে বেকার যুবকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে প্রায় ১৭ লাখ।

কিন্তু কাজের ক্ষেত্র বাড়ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। আবার মাদকের টাকা যোগাড় করতে বেকার যুবকরা অনৈতিক, অসামাজিক এবং অপরাধমুলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

শুক্রবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতি আয়োজিত র‌্যালিপূর্ব  সমাবেশে তি‌নি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের ব‌লেন, দে‌শের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। যাতে শিক্ষা শেষে যুবকরা কাজে যোগ দিতে পারে।  এ বিষয়ে সরকারকে কর্মমূখী বড় বড় প্রকল্প হাতে নিতেও আহবান জানান তি‌নি।

জাতীয় পার্টির চেয়ারম্যান ব‌লেন, সরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থান মূলক সরকারি বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে যুবকদের জন্য ব্যপক কর্মসংস্থান সৃ‌ষ্টি করতে হবে।

তিনি বলেন, দেশের বেকারত্ব দূর করতে হুসেইন মুহম্মদ এরশাদ অনেক কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন। জাতীয় পার্টি পল্লীবন্ধুর আদর্শ সামনে রেখে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় সমা‌বে‌শে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ‌প্রে‌সি‌ডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, এস এম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভুইয়া, নাজমা আক্তার এমপি।

উপস্থিত ছিলেন জাপা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, কেন্দ্রীয় নেতা মাহমুদা রহমান মুন্নি, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, সোলায়মান সামি, রিতু নুর, মিনি খান, জেসমিন নুর প্রিয়াংকা, তসলিমা আকবর রুনা, যুবনেতা আহাদ ইউ চৌধুরী শাহীন, শাহজাহান কবির, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, ডা. সৈয়দ আবুল কাশেম, মো হেলাল উদ্দিন, মো শহিদ হোসেন সেন্টু, আবু সাদেক সরদার বাদল, মিলন খান, মঞ্জুরুল হক মঞ্জু, মো দ্বীন ইসলাম শেখ, মাহমুদ আলম, কামাল হোসেন, মাইনুদ্দিন মাইনু, শেখ সারোয়ার হোসেন, রাশেদা বেগম সূচনা প্রমুখ।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়