ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেতন না পেয়ে পাটকলের কর্মকর্তা-কর্মচারিদের মানবেতর জীবনযাপন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেতন না পেয়ে পাটকলের কর্মকর্তা-কর্মচারিদের মানবেতর জীবনযাপন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : শ্রমিকদের মতো খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারি মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের ১ হাজার ১৮৭ জন কর্মকর্তা-কর্মচারির ১৬ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা বেতন বকেয়া রয়েছে। দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় এ সব মিলের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে হতাশা বিরাজ করছে।

এছাড়া খুলনা অঞ্চলের নয়টি পাটকলের ৩০ সহস্রাধিক শ্রমিকের ১১ সপ্তাহের বেতন ৫৮ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা বেতন বকেয়া রয়েছে। তারা বকেয়া আদায়সহ নয় দফা দাবিতে আন্দোলন করছে।

দেশের সরকারি ২৬টি পাটকলের নয়টি খুলনাঞ্চলে অবস্থিত।

বাংলাদেশ পাটকল করপোরেশন খুলনা অঞ্চল (বিজেএমসি) ও সংশ্লিষ্ট মিল সূত্র জানায়, খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকল রয়েছে। এ নয়টি পাটকলে ১ হাজার ১৮৭ জন কর্মকর্তা-কর্মচারি রয়েছে। এরমধ্যে ৪১৪ জন কর্মকর্তা ও ৭৭৩ জন কর্মচারি। তাদের বকেয়া বেতনের পরিমাণ ১৬ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা।

চলতি বছরের শুরুর পর গত চার মাস আলিম, ক্রিসেন্ট, ইন্টার্ন, প্লাটিনাম, স্টার ও জেজেআই জুটমিলের কর্মকর্তা-কর্মচারিরা বেতন পাচ্ছেন না। এ ছাড়া কার্পেটিং, দৌলতপুর ও খালিশপুর জুটমিলের কর্মকর্তা-কর্মচারিদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

আলিম জুটমিলের প্রকল্প প্রধান (জিএম) মো. খলিলুর রহমান বলেন, তাদের মিলে গত চার মাস ৩৭ জন কর্মকর্তা-কর্মচারি বেতন পাচ্ছেন না। পরিবার-পরিজনসহ মিলের শ্রমিকদের মতো তারাও মানবেতর জীবনযাপন করছেন। টাকার অভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না।

ইস্টার্ন জুটমিলের প্রকল্প প্রধান (জিএম) ড. মাহবুবুর রহমান জুলফিকার বলেন, গত চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এ মাসেও পাবেন কিনা জানেন না। দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় এসব মিলের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে হতাশা বিরাজ করছে।

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে প্রায় ৩২৫ কোটি টাকার পাটজাত রপ্তানি পণ্য অবিক্রিত অবস্থায় মজুদ রয়েছে। বাংলাদেশের পাটজাত পণ্যের মূল বাজার সুদান, ঘানা, সিরিয়া, ইরান ও ভারত। কিন্তু প্রায় এক বছর এ সব দেশে পণ্য বিক্রি বন্ধ রয়েছে। ফলে মিলগুলো আর্থিক সংকটে পড়েছে।

বাংলাদেশ পাটকল করপোরেশন খুলনা অঞ্চলের (বিজেএমসি) সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের কর্মকর্তা-কর্মচারিদের বেতন বকেয়া রয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। ফলে শ্রমিকদের মতো তাদের মধ্যে হতাশা বিরাজ করছে।

তিনি জানান, বিদেশে পাটপণ্য বিক্রি না হওয়ায় মিলে আর্থিক সংকট তৈরি হয়েছে। এ সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। 




রাইজিংবিডি/খুলনা/১০ মে ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়