ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেলজিয়ামে নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেলজিয়ামে নতুন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ

মাহবুব হাসান সালেহ

পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব হাসান সালেহকে বেলজিয়ামের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

মাহবুব হাসান সালেহ ব্রাসেলসে বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।  শাহাদাতের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত।  এরপর তিনি অবসরে যাবেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা মাহবুব হাসান সালেহ বর্তমানে ওয়াশিংটনে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি দিল্লিতে মিশন উপ-প্রধান হিসাবে কর্মরত ছিলেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক, আমেরিকান অণুবিভাগের পরিচালক হিসাবেও কাজ করেছেন।

বক্তা এবং কবি হিসাবেও পরিচিতি রয়েছে মাহবুব হাসান সালেহর।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়