ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রিটিশ রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রিটিশ রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে ইরান

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে গ্রেপ্তার করেছে তেহরান। শনিবার তেহরানের একটি বিশ্ববিদ্যালয় এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক রাব এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, রাষ্ট্রদূতের এই গ্রেপ্তার ‘আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন’।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে,  শনিবার বিকেলে আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। সেখানে থেকেই গ্রেপ্তার করা হয় রাষ্ট্রদূত রব ম্যাকাইরিকে।

বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, তিন ঘন্টা রাষ্ট্রদূতকে আটক রাখা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।  সরকারবিরোধী বিক্ষোভ আয়োজন, প্ররোচনা ও নির্দেশনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রোববার তাকে ইরানের পররাষ্ট্র দপ্তরে তলব করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেনের যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার কথা ইরানের স্বীকারের পর শনিবার তেহরান ও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। বিমানটির অধিকাংশ যাত্রীই ছিল ইরানের।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়