ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভল্টে অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভল্টে অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ভল্টে অনিয়ম ঘটেছে। অনিয়মের কারণে রংপুর শাখার চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ওই শাখার জেনারেল ম্যানেজার তাদের সাময়িক বরখাস্ত করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও বরখাস্তকৃতদের নাম ও পদবী বলতে রাজি হননি।

তবে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ওই চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের টাকা চুরির অভিযোগ উঠেছে। ভল্টে গণনা করে কয়েন ও টাকার পরিমাণ কম পাওয়া গেছে। তবে কী পরিমাণ টাকা কম পাওয়া গেছে, তা জানা যায়নি।

মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, নিয়ম বহির্ভূত কিছু কাজের জন্য বাংলাদেশ ব্যাংক রংপুরের জেনারেল ম্যানেজার (জিএম) তাদের সাময়িক বরখাস্ত করেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।



রাইজিংবিডি/রংপুর/১৩ জুন ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়