ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারতের কোচ হতে চান সৌরভ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের কোচ হতে চান সৌরভ

ক্রীড়া ডেস্ক : ভারতের কোচ হতে চান দেশটির প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে সেটা এখনই নয়।

নতুন কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বর্তমান কোচ রবি শাস্ত্রীর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ জানিয়ে দিলেন, ভারতীয় দলের কোচ অবশ্যই তিনি হতে চান। তবে এখনই নয়, ‘ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আমি অবশ্যই আগ্রহী। তবে এখনই নয়। আরো কিছুদিন যাক, তারপর না হয় আমার নামটা দেব।’

৪৭ বছর বয়সি সৌরভ বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবেও রয়েছেন তিনি। এ ছাড়া ক্রিকেট ধারাভাষ্য এবং ভারতের একটি বেসরকারি চ্যানেলে একটি জনপ্রিয় কুইজ শো উপস্থাপনা করতে দেখা যায় তাকে।

মূলত এসব কথা মাথায় রেখেই এখনই কোচের পদে আবেদন করবেন না প্রাক্তন অধিনায়ক, ‘আপাতত অনেক কিছুর সঙ্গে আমি যুক্ত। আইপিএল, সিএবি, টিভি ধারাভাষ্য থেকে রিয়ালিটি শো। এগুলো আগে মিটিয়ে নিই। পরে না হয় কোচের পদে আবেদন করা যাবে।’

ভারতের অন্যতম সফলতম অধিনায়ক সৌরভ বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তাদের প্যানেলই শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছিল। এবারের কোচ বাছাই প্রকল্পে সৌরভের আগের দায়িত্বটা পালন করছেন কপিল দেব।

শাস্ত্রী ইতিমধ্যেই কোচের পদে আবেদন করেছেন। ভারত অধিনায়ক বিরাট কোহলিও জানিয়েছেন, শাস্ত্রীর সঙ্গে তাদের বোঝাপড়াটা খুব ভালো। কপিল দেব নিজেও বলেছিলেন, অধিনায়কের মতামতকে সম্মান করতে হবে।

সৌরভ বলছেন, কোচের পদে যারা আবেদন করেছেন তাদের মধ্যে বড় নাম নেই, ‘শুনছিলাম মাহেলা জয়াবর্ধনে আবেদন করবে, কিন্তু শেষ পর্যন্ত তো করল না। কোচের পদে যারা আবেদন করেছেন, সেখানে খুব একটা বড় নাম খুঁজে পেলাম না।’

শাস্ত্রীকে আবার কোচ করা হবে কি না, এমন প্রশ্নে অবশ্য মন্তব্য করতে রাজি হননি সৌরভ, ‘প্যানেল কী সিদ্ধান্ত নেবে, তা আমি জানি না। আমার এ বিষয়ে কিছু বলাটা ঠিক হবে বলেও আমি মনে করি না।’


রাইজিংবিডি/ঢাকা/৩ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়