ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন শহীদুল করিম

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন শহীদুল করিম

ভুটানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে বর্তমান চিফ প্রটোকল অফিসার একেএম শহীদুল করিমকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শহীদুল করিম বিসিএস ক্যাডার (পররাষ্ট্র) এর ১৮তম ব্যাচে যোগদান করেন। তিনি তার কূটনৈতিক জীবনে স্টকহোম, কায়রো এবং লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জেদ্দায় কনসাল জেনারেল ছিলেন।

একেএম শহীদুল করিম ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্রাজুয়েশন করেন। সিঙ্গাপুরের নেনিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি বাণিজ্য আলোচনা বিষয়ক নির্বাহী পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। জাপানের ওসাকার কানসাই ককুসাই সেন্টার থেকে জাপানী ভাষার কোর্স সম্পন্ন করেছেন।

তিনি ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়