ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোটার ১০ কোটি ১৭ লাখ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটার ১০ কোটি ১৭ লাখ

নিজস্ব প্রতিবেদক : দেশে ভোটার তালিকা হালনাগাদের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন। এর মধ্যে পুরুষ ৭ লাখ ১৫ হাজার ৪০৮ জন। আর নারী ভোটার ৫ লাখ ১ হাজার ৫৬১ জন।

তিনি বলেন, বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সব মিলিয়ে ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ এবং নারী ভোটার ৫ কোটি ৩ লাখ ৭ হাজার ৫৪৮ জন।



রাইজিংবিডি/ ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/এনএ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়