ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভ্রুণ হত্যার চেষ্টায় একজনের যাবজ্জীবন

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্রুণ হত্যার চেষ্টায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে ধর্ষণ ও ভ্রুণ হত্যার চেষ্টায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়াও বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্কে ধর্ষণে জন্ম নেওয়া কন্যার যাবতীয় ব্যয়ভার ২১ বছর পর্যন্ত সরকারকে বহন করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের এই দণ্ড দেন।

দণ্ডিত আসামি বজলুর রহমান বরিশালের ইছাগুড়া এলাকার এছহাক আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিল।

আদালত বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, মামলার বাদী প্রতিবেশী তরুণীর সঙ্গে বজলুর রহমান হাওলাদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয় বাদী। তখন বিয়ের জন্য চাপ দেওয়া হয়।

এদিকে বিয়ের পোশাক কেনার নাম করে আসামি বজলুর রহমান ওই তরুণীকে নগরীতে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। সেখানে ভ্রুণ হত্যার চেষ্টা করে। তখন বাদী পালিয়ে যায়। ভ্রুণ হত্যায় ব্যর্থ হয়ে দণ্ডিত আসামি বিয়ে করতে অস্বীকৃতি প্রকাশ করে।

এই কারণে ২০১১ সালের ৭ ফেব্রুয়ারি কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। থানার এসআই আনোয়ার হোসেন ৩ এপ্রিল বজলুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দেন।



রাইজিংবিডি/বরিশাল/১ ফেব্রুয়ারি ২০১৭/ জে. খান স্বপন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়