ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মনপুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনপুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আলাউদ্দিন

ভোলা প্রতিনিধি : ভোলার দুর্গম দ্বীপ মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিনকে আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মনপুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ভবেশ চন্দ্র মজুমদার জানান, মনপুরা ইউপি চেয়ারম্যান হওয়ার পর থেকে কলাতলী, মাজ গ্রামের প্রায় আড়াইশ হিন্দু পরিবারের ১৭৫০ একর জমি দখল করে বিক্রি করে দেন। এর প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হিন্দুদের হয়রানি করেন। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট তদন্ত করেন।

এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল, পুলিশ অ্যাসল্ট মামলা, ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এ সব অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ ভোলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। 

এ ছাড়া দুপুরে মনপুরা ইউপি চেয়ারম্যানের বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হাওলাদারকে মনপুরা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



রাইজিংবিডি/ভোলা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়