ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মা-মেয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মা-মেয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় একমাত্র আসামি মনজুরুল ইসলাম লিপুকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক  রোকনুজ্জামান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডিত মনজুরুল ইসলাম লিপু রেলপাড়ার গোলাম হোসেন মল্লিকের ছেলে। মৃত্যুদণ্ডের সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।   

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ নভেম্বর সকালে আসামি মনজুরুল ইসলাম লিপু নিজ বাড়ির ভাড়াটিয়া নাসরিন বেগম ও তার মেয়ে আয়েশা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খুন করে ওই দিন দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গার পাঁচকপাট নামক স্থানে চলন্ত ট্রেনে ওঠার সময় লিপুর ডান পা ট্রেনে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার দিন নিহতের স্বামী হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মনজুরুল ইসলাম লিপুকে আসামি করে মামলা করেন।

২০০৯ সালের ১৭ নভেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আমিনুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন লিপু। সদর থানার এসআই আমীর আব্বাস তদন্ত শেষে ২০১০ সালের ১৬ জানুয়ারি আসামি লিপুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

 

 

 

রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়