ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাইকিং করতে গিয়ে হারানো মেয়ে উদ্ধার

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাইকিং করতে গিয়ে হারানো মেয়ে উদ্ধার

শারমিন আক্তার (বায়ে/লাল জামা) এবং সুবর্ণা আক্তার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় হারানো মেয়ের সন্ধানে মাইকিং করতে গিয়ে মেয়েকে উদ্ধার করেছেন বাবা ফারুক মিয়া।

শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হারানো মেয়েকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার এসআই সুদ্বীন চন্দ দাশ জানান, বাবার সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জের নুরপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে শারমিন আক্তার (১২) পালিয়ে শায়েস্তাগঞ্জ জংশনে চলে আসে। পুরো রাত কাটানোর এক পর্যায়ে মাধবপুর উপজেলার হরেষপুরের জয়নাল উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তারের (১৮) সঙ্গে পরিচয় হয় শারমিনের।

শুক্রবার সকালে জংশন থেকে সুবর্ণা সিএনজি অটোরিকশা করে শারমিনকে নিয়ে হরেষপুরের উদ্দেশে রওনা হয়। এদিকে হারানো মেয়ের সন্ধান পেতে মাইকিং করতে বের হন ফারুক মিয়া।

আকস্মিকভাবে অটোরিকশাটি ও মাইকিংয়ের গাড়ি শায়েস্তাগঞ্জ থানার সামনে মুখোমুখি হয়ে যায়। স্বজনরা শারমিনকে দেখতে পেয়ে অটোরিকশাটি আটক করেন। এ সময় শারমিনকে তার স্বজনদের কাছে না দিয়ে থানায় নিয়ে যায় সুবর্ণা। দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বাবা ফারুক মিয়ার জিম্মায় তার মেয়ে শারমিনকে বুঝিয়ে দেয়।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/হবিগঞ্জ/১২ মে ২০১৭/মো. মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়