ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাঠে ঢুকেপড়া সাকিব ভক্তের বিরুদ্ধে মামলা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাঠে ঢুকেপড়া সাকিব ভক্তের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ-আফগানিস্তানের টেস্ট ম্যাচ চলাকালে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকেপড়া সাকিব ভক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একজন নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মাইনুর রহমান।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধূরী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের ৮ম ওভারে সাকিবের বোলিং চলাকালীন ফয়সাল আহমেদ মাঠে ঢুকে পড়েন। স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারি থেকে দর্শক নিরাপত্তা বেষ্টনী টপকে মাঝ মাঠে ছুটে এসে সাকিব আল হাসানের সামনে হাঁটু গেড়ে বসে ফুল নিবেদন করেন এবং খানিক বাদে স্যালুট দেন।

পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে নিয়ে পুলিশে সোপর্দ করে। ফয়সাল পেশায় ফুল বিক্রেতা।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/০৬ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়