ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুস্তাফিজের জন্য হাবিবুলের আফসোস

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজের জন্য হাবিবুলের আফসোস

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের জন্য আফসোস করেছেন প্রাক্তন টেস্ট অধিনায়ক ও জাতীয় নির্বাচক হাবিবুল বাশার।আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে হাবিবুল বাশার এই আফসোস করেন।

নির্বাচক হাবিবুল আফসোস করে বলেন, ‘মুস্তাফিজুরকে যদি দলে পেতাম, তা হলে খুব ভাল হত। হায়দরাবাদ আইপিএলে ওর হোম গ্রাউন্ড। ওই মাঠটা সম্পর্কে ও অনেক কিছু জানে। সেগুলো কাজে লাগত। এই মাঠে ও ভাল বলও করত।’

অন্যদিকে বিসিবি পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান আনন্দবাজারকে বলেন, ‘মুস্তাফিজুরের কাছ থেকে অনেক মূল্যবান তথ্যই পেয়েছে আমাদের টিমের ছেলেরা। ও টিমে না থাকলেও সেগুলো ওদের সঙ্গে থাকবেই। আর সেগুলো কাজেও লাগবে। মুস্তাফিজুর সঙ্গে না থাকলেও ওর অভিজ্ঞতাকে আমাদের ক্রিকেটাররা নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করবে।’

তাই আনন্দবাজারের মন্তব্য, আগামী বৃহস্পতিবার থেকে শুরু টেস্টে মুস্তাফিজুর দলে না থেকেও মুশফিকুরদের সঙ্গে থাকছেন। তিনিই হয়তো হয়ে উঠবেন তাদের অদৃশ্য দ্বাদশ ব্যক্তি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৭/টিপু/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়