ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেঘনায় নৌকা ডুবিতে নিহত ১

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘনায় নৌকা ডুবিতে নিহত ১

ভোলা প্রতিনিধি : ভোলার ভেদুরিয়ার চর-চটকিমারা গ্রামে চাচার বাড়িতে এসে ঈদের দাওয়াতে যাওয়ার পথে মেঘনা নদীর মাঝখানে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন তিনজন, নিখোঁজ রয়েছেন দুইজন।

শনিবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ভেদুরিয়া ঘাট থেকে ১৭ জন লোকসহ একটি ডিঙ্গি নৌকা চর চটকিমারার উদ্দেশে রওয়ানা দেয়।

মেঘনা নদীর মাঝ বরাবর গেলেই নৌকাটি ডুবে যায়। বিষয়টি শুনতে পেয়ে এলাকাবাসী স্পিডবোট, ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৪ জনকে জীবিত উদ্ধার করে। এ ছাড়া, ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বোন ও মা নিখোঁজ রয়েছেন। তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধার করা যায়। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ দুইজন ও নিহত একজন মেহন্দিগঞ্জ শ্রীপুরের বাসিন্দা।



রাইজিংবিডি/ভোলা/২৬ আগস্ট ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়