ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেট ৩০ সিরিজ আসবে ১৯ সেপ্টেম্বর

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেট ৩০ সিরিজ আসবে ১৯ সেপ্টেম্বর

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের তারিখ ঘোষণা করেছে হুয়াওয়ে। আগামী ১৯ সেপ্টেম্বর জার্মানির মিউনিখে আইএফএ-এর ইভেন্টে মেট ৩০ সিরিজের ফোন উন্মোচন করবে চীনা টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে মোবাইলের অফিসিয়াল টুইটার পেজে এ তথ্য জানানো হয়েছে। মেট ৩০ সিরিজ ফোনের রিয়ার ক্যামেরা বৃত্তাকার সিস্টেমের হতে পারে বলে টুইটে ইঙ্গিত দেওয়া হয়েছে।

হুয়াওয়ে মেট ৩০ এবং মেট ৩০ প্রো ফোনের ফিচার সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে যে, কিরিন ৯৯০ চিপসেট এবং ৪০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ক্যামেরা সিস্টেমটি তৈরি করা হয়েছে বিশ্বখ্যাত ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান জার্মানির লাইকার সহায়তায়। প্রো ভার্সনটি ৬.৭ ইঞ্চি ওএলইডি স্ক্রিন এবং ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

প্রত্যাশা করা হচ্ছে, মেট ৩০ সিরিজের ফোন অ্যান্ড্রয়েড পাই অথবা অ্যান্ড্রয়েড টেন অপারেটিং সিস্টেম (ওএস) চালিত হবে। তবে হারমনি অপারেটিং সিস্টেমের হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ নিজস্ব হারমনি ওএস ইতিমধ্যে উন্মোচন করেছে হুয়াওয়ে।

তথ্যসূত্র : জিএসএম অ্যারেনা

 

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়