ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেডিক্যালে ভর্তি পরীক্ষায় চতুর্থ তাসফিয়া

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেডিক্যালে ভর্তি পরীক্ষায় চতুর্থ তাসফিয়া

তাসফিয়া মাছুমা

তাসফিয়া মাছুমা। এবারের মেডিক্যাল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছেন।

তাসফিয়া মাছুমার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামে। তাসফিয়া ঢাকা রাজউক কলেজ থেকে এসএসসি ও ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ন হন।

শিক্ষানুরাগী পরিবারের মেয়ে তাসফিয়া। তার বড় বোন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। বাবা বিএসসি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বর্তমানে প্রবাসে আছেন। মা সেলি বেগম গৃহিণী।

এমন ফলাফলে কেমন লাগছে জানতে চাইলে তাসফিয়া বলেন, এরচেয়ে বড় খুশির সংবাদ আর কিছু হতে পারে না। ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

চাচা মাহফুজুর রহমান বলেন, তাসফিয়া মেডিক্যালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ হয়ে গোপালগঞ্জের গৌরব এনে দিয়েছে। যদিও এমন অর্জনে তারই কৃতিত্ব বেশি। কারণ সে খুব কম সময় গোপালগঞ্জে থেকেছে। ও খুবই মেধাবী।

গত ১১ অক্টোবর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি-বেসরকারি মেডিক্যালে ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ শিক্ষার্থী। গত মঙ্গলবার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে প্রথম হয়েছেন রাগীব নূর, দ্বিতী তৌফিকা রহমান নেহা, তৃতীয় সুইটি সাদেক, চতুর্থ তাসফিয়া মাছুমা।


গোপালগঞ্জ/বাদল সাহা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়