ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোবাইল ফোনের আইএমইআই যাচাইয়ের নির্দেশনা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইল ফোনের আইএমইআই যাচাইয়ের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ফোন কেনার আগে এর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) যাচাই করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসি জানিয়েছে, KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে এসএমএস করে সঠিকতা যাচাই করা যাবে।

প্রতিটি মোবাইল ফোনেই ১৫ ডিজিটের একটি ইউনিক নম্বর থাকে। বিশ্বের যেকোনো মোবাইল ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহৃত হয় এ নম্বর।

হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ব্লক করতে নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে আইএমইআই নম্বর জানিয়ে অনুরোধ করলে তারা মোবাইল ফোনটি ব্লক করতে পারবে। এতে মোবাইল ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সুরক্ষিত থাকে। এছাড়া, আইএমইআই নম্বর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করতে পারে।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়