ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ময়মনসিংহে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে জেলাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- স্লোগানে ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি উপজেলায় একযোগে জনসচেতনতা তৈরি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসচেতনতা তৈরি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। পরে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, পুলিশ সুপার (রেঞ্জ অফিস) হারুন অর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এ কে এম গালিব খানসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলার প্রত্যেক উপজেলায় নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


রাইজিংবিডি/ময়মনসিংহ/৭ আগস্ট ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়