ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রংপুর উপ-নির্বাচন: পার্লামেন্টারি বোর্ড গঠন রওশনের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর উপ-নির্বাচন: পার্লামেন্টারি বোর্ড গঠন রওশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক : রওশন এরশাদকে আহ্বায়ক, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে রংপুর-৩ আসনে নির্বাচনে প্রার্থীর জন্য পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে জাতীয় পার্টি।

দলের নতুন চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বৃহস্পতিবার বিকেলে দলের গঠনতন্ত্রের ২১ ধারা মোতাবেক প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠন করেন। এটি গঠনের মধ্য দিয়ে জিএম কাদেরের পার্লামেন্টারি বোর্ডের পাল্টা কমিটি গঠিত হলো।

পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হলেন- দলের কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম এমপি, সুনীল শুভরায়, আতিকুর রহমান আতিক, মজিবুর রহমান সেন্টু।

চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পরপরই রওশন এরশাদ রংপুর উপ-নির্বাচনকে কেন্দ্র করে দলের পার্লামেন্টারি বোর্ড করে জাপার রাজনীতিতে সক্রিয় থাকার আভাস দিয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়