ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রংপুর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর : নির্মাণাধীন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন খাদেমুল ইসলাম নামে একজন নির্মাণশ্রমিক।

খাদেমুল ইসলাম (২৫) ভবনের ছাদে বুধবার রড উত্তোলনকালে এই দুর্ঘটনায় পড়েন।

খাদেমুল রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের উত্তর বিড়াবাড়ি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

সংশ্লিষ্ট অপর এক নির্মাণ শ্রমিক মানিক মিয়া জানান, নির্মাণাধীন ভবনের ছাদের ওপরে রড উত্তোলনের সময় হাসপাতালের আরেক ভবনের দেয়ালে লাগানো বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হলে খাদেমুল ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মোঃ মিরাজুল মুহ্সিন বলেন, ‘এটি দুর্ঘটনা। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলে মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’



রাইজিংবিডি/রংপুর/৪ এপ্রিল২০১৯/নজরুল মৃধা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়