ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাঙামাটি-খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাঙামাটি-খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

বান্দরবান প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ির মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আগামীকাল বুধবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক  দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমানের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান, আলকাছ আল মামুন ভুঁইয়া এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আবদুল হামিদ রানা যৌথ বিবৃতিতে এ হত্যাকাণ্ডের জন্য উপজাতীদের দায়ী করে তাদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বুধবার খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

অপহরণের তিনদিন পর খাগড়াছড়ির মহালছড়ির মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামের লাশ গত বৃহস্পতিবার বিকেলে রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়।



রাইজিংবিডি/বান্দরবান/১৮ এপ্রিল ২০১৭/এস বাসু দাশ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়