ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত উচ্ছেদের অংশ হিসেবে সোমবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)মিরপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে।

এ সময় অননুমোদিত গেস্টহাউস, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এছাড়া এসব এলাকার সড়কের পাশে অবৈধ ফুটপাতও উচ্ছেদ করা হয়েছে।

মিরপুরের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজউকের জোন-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান। অভিযানে অবৈধ গাড়ি ওঠা-নামার ঢালু রাস্তা, গার্ডরুম ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়। রাস্তার ওপর নির্মাণ ১৯টি ভবনের ১৭টি দোকান, ১৪টি র‌্যাম্প (গাড়ি ওঠা-নামার জন্য ঢালু জায়গা) ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া হোল্ডিংয়ের পার্কিংয়ের জায়গায় নির্মিত দুটি অবৈধ কক্ষ ও ভবনের সামনের নকশা-বহির্ভূত অংশ অপসারণ করা হয়।

উচ্ছেদে রাজউক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। রাজউকের উচ্ছেদ কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়