ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

রাবি সংবাদদাতা : মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানে ভিসি অধ্যাপক আব্দুস সোবহানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, আইন, ইতিহাস, মনোবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য এই টাকায় বৃত্তি তহবিল গঠন করা হবে।

প্রাথমিক পর্যায়ে এই টাকা ব্যাংকে রেখে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে বিভাগগুলোর পাঁচ শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। আগামীতে এই বৃত্তি প্রদানের পরিধি বাড়ানো হবে বলে জানান রাসিক মেয়র।

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমএ বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- উপাচার্য আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী প্রমুখ।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ জুলাই ২০১৯/মেহেদী হাসান/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়