ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাস্তায় ঈদের নামাজ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তায় ঈদের নামাজ

নিজস্ব প্রতিবেদক : সকাল ৮টা ১০ মিনিট। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন কয়েকজন মুসল্লি। সচিবালয় পার হয়ে যখন তারা প্রেসক্লাবের উত্তর পূর্ব কোণ পর্যন্ত পৌঁছান, ঠিক তখন মাইকে শুনতে পান, জাতীয় ঈদগাহে জামাত শুরু হচ্ছে।

হেঁটে ঈদগাহে গিয়ে হয়ত জামাত ধরতে পারবেন না। তাই তারা প্রেসক্লাবের সামনে সড়কেই দাঁড়িয়ে যান ঈদের জামাতে। আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দেন। তারাও ঈদগাহের ভেতরে যেতে পারেরনি। কদম ফোয়ারার মোড়ে এসে নামাজে দাঁড়িয়ে যান। সেখানেই নামাজ আদায় করেন তারা।

সকাল ৮টা ১০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের জামায়াত হয়। অন্তত ৫ হাজার নারীসহ লক্ষাধিক মুসল্লি ঈদের প্রধান জামায়াতে অংশ নেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি, মন্ত্রী, এমপি, মেয়র, কূটনীতিকসহ সব শ্রেণি-পেশার মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়