ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে জাপানের পররাষ্ট্রমন্ত্রী

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে জাপানের পররাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে উখিয়ার কুতুপালং ক্যাম্প পৌঁছেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ক্যাম্প ৪-এ পৌঁছান তিনি। পরে ক্যাম্প ৪-এর বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

তার ক্যাম্প-৪ এ ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সাথে আলাপ করার কথা রয়েছে। এসময় তার সাথে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও আন্তর্জাতিক এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এর উদ্দেশ্যে রওনা হন।

বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারো কোনো। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

উল্লেখ্য যে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ২৯ জুলাই ঢাকায় আসেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।

 

রাইজিংবিডি/কক্সবাজার/৩০ জুলাই ২০১৯/সুজাউদ্দিন রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়