ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ফোর-জি সেবা বন্ধ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ক্যাম্পে ফোর-জি সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টেকনাফ ও উখিয়ায় শুধু রোহিঙ্গা ক্যাম্পের নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে ত্রি-জি, ফোর-জি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)।

ইতোমধ্যে সংশ্লিষ্ট অপারেটরদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এর আগে রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহার বন্ধের লক্ষ্যে শরণার্থী শিবির এলাকায় দৈনিক ১৩ ঘণ্টা থ্রি জি, ফোর জি সেবা বন্ধ করার জন্য মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

আর এতে দুই উপজেলার বাসিন্দাদের জন্যও টেলিযোগাযোগ সেবা সীমিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুধু রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ত্রি-জি ফোর-জি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়