ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হবে না’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হবে না’

কূটনৈতিক প্রতিবেদক : ‘মিয়ানমারের অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। তবে এ বিষয়ে সরকার আশাবাদী এবং ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যতই প্রত্যাবাসন বিলম্বিত হোক, রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হবে না।’

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশের (ডিক্যাব) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যারা বাধা দেবেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা ভাসানচরে গেলেও সংকটের শেষ হবে না। এটি হবে সাময়িক সমাধান। এবার বর্ষায় ভূমিধসের আশঙ্কার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চেয়েছিলেন। সেখানে রোহিঙ্গারা গেলে তাদের রুজি-রোজগারের ব্যবস্থা হতো।

এ সময় এনজিওগুলোর সমালোচনা করে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গারা ভাসানচরে যেতে রাজি হয়নি। এ বিষয়ে এনজিওরা বাধা দিয়েছে। কারণ সেখানে তাদের জন্য ফাইভস্টার হোটেলের ব্যবস্থা নেই।




রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়