ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক মানববন্ধন বক্তারা এ দাবি করেন।

বক্তারা বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমাদের দেশই হুমকির মুখে। দেশের স্বাধীনতা ও  অস্তিত্ব রক্ষায় দ্রুত তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।  এ জন্য মিয়ানমারের রাখাইন অঞ্চলকে জাতিসংঘ কর্তৃক নিরাপদ এলাকা ঘোষণা করে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীর অধীনে পুনর্বাসন করতে হবে।’

বক্তারা আরো বলেন, ‘রোহিঙ্গারা আশ্রয় পেয়ে এখন কক্সবাজার নিজেদের বলেই দাবি করছে। তাদেরকে আরো সময় দেয়া হলে তারা আর ফেরত যেতে চাইবে না। এ কারণে যত দ্রুত সম্ভব তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।’

ফেরতা না পাঠাতে পারলে রোহিঙ্গারা এক সময় আমাদের গলার কাটা হবে বলেও মন্তব্য করেন তারা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেকের সভাপতিত্বে মানবন্ধনে সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একে এম ফজলুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠাণ্ডু প্রমুখ বক্তব্য রাখেন।


রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়