ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লর্ডসে আজ টস জয় মানে ম্যাচ জয়!

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লর্ডসে আজ টস জয় মানে ম্যাচ জয়!

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটে টসের গুরুত্ব কে না জানে। বর্তমানে পিচ কন্ডিশন, আবহাওয়া, স্বাগতিক হওয়ার সুবিধা ইত্যাদি যেকোন ফরম্যাটের ক্রিকেটে অনেক বেশি প্রভাব ফেলায় এই গুরুত্ব বেড়েছে আরো বহুগুন। টস জিতে সঠিক সিদ্ধান্ত নেয়া মানেই প্রতিপক্ষের চেয়ে এক পা এগিয়ে থেকে মাঠে নামা।

চলতি বিশ্বকাপের পরিসংখ্যান বলছে আজ লর্ডসে অনুষ্ঠেয় ফাইনালেও হতে যাচ্ছে তেমনি কিছু। এবারের বিশ্বকাপে লর্ডসে অনুষ্ঠিত চার ম্যাচের সবকয়টিতে জিতেছে আগে ব্যাট করা দল। চার টসজয়ী দলের মধ্যে তিনদলই ব্যাটিং এ গিয়েছিল টস জিতে। আর ফিল্ডিং করা একমাত্র দল? ইংল্যান্ড! অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়ে ৬৪ রানে হেরেছিল ইংলিশরা। তাই আজ মহাগুরুত্বপূর্ণ ফাইনালে নিশ্চয়ই এই ভুলের পুনরাবৃত্তি করবেন না ওয়েন মরগান।

এছাড়া এই বিশ্বকাপে সর্বশেষ ২২ ম্যাচের ১৭ টিতেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল।

স্কোর বোর্ডের চাপ, বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলার চাপ, এতদিন ধরে টানা খেলার ফলে অপেক্ষাকৃত ধীরগতির উইকেট সব মিলিয়ে রান তাড়া করে জেতাটা বেশ দূরহই হয়ে পড়েছে। তাই সব অধিনায়কই ঝুঁকছেন টস জিতে আগে ব্যাট করার দিকে যার ফলও মিলছে হাতেনাতে। উপরোক্ত পরিসংখ্যানই যার প্রমাণ।

টস নামক ভাগ্য পরীক্ষায় আজও ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায় কিনা টা জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টা।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়