ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারে যে দুজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে পারে যে দুজন

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ন লারা ২০০৪ সালে টেস্টে ৪০০ রান করার বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তার সেই রেকর্ড এখনো অক্ষুন্ন রয়েছে। তবে লারা জানিয়েছেন বর্তমান ক্রিকেট বিশ্বে দুজন ক্রিকেটার তার এই রেকর্ড ভেঙে দিতে পারেন। তার একজন বিরাট কোহলি। অন্যজন রোহিত শর্মা।

লারা বলেছেন, ‘তাদেরই আক্রমণাত্মক খেলোয়াড় বলা হয় যারা রেকর্ড ভাঙার জন্য পারঙ্গম। বিরাট কোহলির মতো খেলোয়াড় যেভাবে রান করে তাতে আমার রেকর্ড ভেঙে যেতে পারে। এই রেকর্ড রোহিত শর্মাও নিশ্চিতভাবে একদিনে কিংবা একদিনের অর্ধেকেও ভেঙে পারে, তার দিনে।’

গেল নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন। সেদিন লারার ৪০০ রানের রেতর্ড হুমকির মুখে পড়েছিল। কিন্তু অধিনায়ক টিম পেইন ইনিংস ঘোষণা করলে লারার রেকর্ড অক্ষুন্ন থেকে যায়। ওয়ার্নার অপরাজিত থাকেন ৩৩৫ রানে।

এ বিষয়ে লারা বলেছেন, ‘আমি ওয়ার্নারের সঙ্গে কথা বলেছি। সে বলেছে বিষয়টা তার হাতে ছিল না। ওটা ছিল দলগত সিদ্ধান্ত। যদিও ওয়ার্নার আমার রেকর্ড ভাঙতে এগিয়ে যাচ্ছিল। অবশ্য ওই ম্যাচে বৃষ্টিরও সম্ভাবনা ছিল।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়