ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্লপের লিভারপুলের দুঃস্বপ্ন চলছেই

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্লপের লিভারপুলের দুঃস্বপ্ন চলছেই

অ্যানফিল্ডে টানা তৃতীয় ম্যাচ হারল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল

ক্রীড়া ডেস্ক :  লিভারপুলের দুঃস্বপ্ন চলছেই। নতুন বছরে এখন পর্যন্ত সাত ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দলের জয় যে মাত্র একটি!

প্রিমিয়ার লিগে শিরোপার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। গত সপ্তাহে বাদ পড়েছে লিগ কাপ থেকে। এবার এফএ কাপ থেকেও বিদায় নিল ‘অল রেড’রা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল উলভারহাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২১ গোলে হেরেছে লিভারপুল। অ্যানফিল্ডে এটা ক্লপের দলের টানা তৃতীয় হার!



গত বুধবার সাউদাম্পটনের কাছে হারের ম্যাচ থেকে শনিবার একাদশে ৯টি পরিবর্তন এনেছিলেন ক্লপ। কিন্তু অ্যানফিল্ডের ৫২ হাজার দর্শক নড়চড়ে বসার আগেই গোল হজম করে বসে স্বাগতিকরা।

মাত্র ৫৩ সেকেন্ডেই গোল করে অতিথিদের এগিয়ে দেন রিচার্ড স্টেমান। হেল্ডার কস্তার ফ্রি-কিক থেকে হেডে ২০১৪ সালের এপ্রিলের পর প্রথম গোল করেন ২৯ বছর বয়সি ইংলিশ ডিফেন্ডার।

শুরুতেই গোল হজম করে বসা লিভারপুল প্রথমার্ধে গোলের তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। বরং প্রথমার্ধের শেষ দিকে ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। উলভারহাম্পটনের হয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ আন্দ্রেস উইমান।

দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৮৬ মিনিটে ডিভোক অরিগির গোল কেবল স্বাগতিকদের পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়