ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শত্রু তুমি, বন্ধু তুমি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শত্রু তুমি, বন্ধু তুমি

আন্তর্জাতিক ডেস্ক : তিক্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে ট্রেনে দেখা করলেন তার প্রতিদ্বন্দ্বী ও বিরোধী দলীয় নেতা প্রাবো সুবিয়ান্তো।

গত এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হন জোকো উইদোদো। তবে প্রাবো সুবিয়ান্তো ও তার সমর্থকরা উইদোদোর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে। প্রাবো সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতায় নিহত হয় নয় জন। শেষ পর্যন্ত গত মাসে ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনের ফলাফল বহাল রাখে।

শনিবার ইন্দোনেশিয়ার নতুন রেল ব্যবস্থার পরীক্ষা করা হয়। এসময় উইদোদোর সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান প্রাবো।

উইদোদোর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রাবো বলেন, ‘কিছু লোক বলাবলি করছে জোকোউইকে (জোকো উইদোদো) কেন প্রাবো শুভেচ্ছা জানায়নি। আমার ভদ্রতা জ্ঞান আছে এবং আমি চেয়েছিলাম তাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হওয়া মানে জনগণের সেবা করা। তাকে প্রচুর সমস্যার মোকাবেলা করতে হবে এবং আমি তাকে সহযোগিতা করতে প্রস্তুত।’

আর প্রেসিডেন্ট উইদোদো বলেন, ‘এই আয়োজনের জন্য আমি কৃতজ্ঞ, যার কারণে আমি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দেখা করতে পেরেছি। আমি আশা করি আমাদের সমর্থকরা এটি অনুসরণ করবে। কারণ আমি সবাই একই দেশের মানুষ।’


রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়