ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

শাকিব খান ও তার নায়িকারা

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২১ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাকিব খান ও তার নায়িকারা

অপু বিশ্বাস, শাকিব খান ও নিপুন

পাভেল রহমান : ঢালিউড কিং শাকিব খান এবারের ঈদে আসছেন বাংলাভিশনের পর্দায়, সঙ্গে থাকবেন অপু বিশ্বাস ও নিপুন। ‘শাকিব খান ও তার নায়িকারা’ শিরোনামের এক আড্ডার অনুষ্ঠানে দেখা যাবে তাদের। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন।

শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ এই অনুষ্ঠানে তাদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তারকাদের সোনালী জীবনের পিছনেও যে ব্যক্তিগত জীবন আছে, সেই জীবনের আবেগপূর্ণ অংশটুকু উঠে এসেছে এই আলাপচারিতায়।

এই অনুষ্ঠান সম্পর্কে শাকিব খান বলেন, ঈদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। দর্শকরা আমার সম্পর্কে জানার পাশাপাশি অপু বিশ্বাস ও নিপুণের নায়িকা হওয়ার গল্প জানতে পারবেন। বাংলাভিশনকে ধন্যবাদ এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য।

‘শাকিব খান ও তার নায়িকারা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।

এবারের ঈদে সারা দেশে মুক্তি পাচ্ছে শাকিব খান প্রযোজিত চলচ্চিত্র ‘হিরো : দ্য সুপারস্টার’। এ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও ববিসহ আরো অনেকে।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৪/পাভেল/বকুল/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়