ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাহজালালে ৪১ লাখ টাকার মুদ্রাসহ যাত্রী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহজালালে ৪১ লাখ টাকার মুদ্রাসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১ লাখ ৬৯ হাজার ৭১৭ টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার দুপুরে থাইল্যান্ডগামী যাত্রীর ট্রলি ব্যাগ থেকে সৌদি রিয়াল, ইউএস ডলার ও থাই বাথ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বোর্ডিং ব্রিজ এলাকায় নজরদারী ও তল্লাশির একপর্যায়ে সাড়ের ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাংককগামী ফ্লাইট নং-বিএস ২১৩ যাত্রী আহমেদ আশিক মাহমুদের হাতের ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪১ লাখ ৬৯ হাজার ৭১৭ টাকা সমমূল্যের সৌদি রিয়াল, ইউএস ডলার ও থাই বাথ পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে পুলিশে সোপর্দসহ আটককৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

ঢাকা/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়