ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষাব্যবস্থায় পরিবর্তন চান এরশাদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাব্যবস্থায় পরিবর্তন চান এরশাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বর্তমান শিক্ষাব্যবস্থার পরিবর্তন চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘বর্তমানে যে শিক্ষাব্যবস্থা তাতে আশার আলো ক্ষীণ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম কতটুকু দক্ষ মানবসম্পদে পরিণত হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গৎবাঁধা সিলেবাসে বিরক্ত শিক্ষার্থীরাও। এ অবস্থার পরিবর্তন দরকার।’

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাচার মিলনায়তনে সাহিদুর রহমান টেপার ‘বাংলাদেশের রাজনীতি ১৯০৫ থেকে ২০১৬’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন আগের মতো ভালো মানের পড়া লেখা হয় না। ছাত্রছাত্রীরা বই, গল্প, কবিতা পড়তে চায় না, বরং তারা পড়ালেখার পরিবর্তে সকালে উঠেই ফেসবুক চালায় আর সময় নষ্ট করে।’

তিনি বলেন, ‘আমরা কবিতা পড়তাম। বলতাম, সকালে উঠি আমি মনে মনে বলি, সারা দিন যেন আমি ভালো হয়ে চলি।’

অতীত স্মৃতি রোমন্থন করে এরশাদ বলেন, ‘আমার জীবন সুখের নয়, বরং কষ্টের ও দুঃখের। হেসে-খেলে জীবন যাপন করতে পারিনি। মিলিটারি অফিসার থেকে রাজনীতিবিদ হয়ে দেশের সেবা করতে এসেছিলাম। চেয়েছিলাম উন্নত ও সুন্দর একটি বাংলাদেশ। কিন্তু কী পেয়েছি, মামলার পর মামলা, জেল-হয়রানি। ঘর, সংসার, সন্তানের দিকেও দৃষ্টি দিতে পারিনি। আমার হাতে রক্তের দাগ নেই। নিজের রক্ত দিয়ে ভালবাসা পেতে চেয়েছিলাম।’

চলচ্চিত্রকার কাজী হায়াৎ এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও প্রাক্তন মন্ত্রী আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, রাজনৈতিক বিশ্লেষক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিশিষ্ট বিজ্ঞানী ড. মোহাম্মদ ইব্রাহীম, জয়যাত্রা ফাউন্ডশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, নাজনীন সুলতানা লাকী, ‘বাংলাদেশের রাজনীতি ১৯০৫ থেকে ২০১৬’ গ্রন্থের রচয়িতা সাহিদুর রহমান টেপা, দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন প্রমুখ।

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দীকি, জহিরুল আলম রুবেল, মোস্তাক্রু রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, আসমা আশরাফ, শারমিন পারভীন লিজা, মিয়া আলমগীর প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়