ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিশু ছাত্রীদের ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক ৫ দিন রিমান্ডে

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু ছাত্রীদের ধর্ষণ: মাদ্রাসা শিক্ষক ৫ দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের দায়েরকৃত মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আল আমিনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, শিক্ষক আল আমিনের বিরুদ্ধে ধর্ষিত ও নির্যাতিত শিশু শিক্ষার্থীদের পক্ষে এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় নির্যাতিত তিন শিশুর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আলামত হিসেবে আল আমিনের ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করে তদন্ত করা হচ্ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে গত ৪ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৭ জুলাই ২০১৯/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ