ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৫ মে ২০২৩   আপডেট: ০৮:৪১, ২৫ মে ২০২৩
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ বছরের এক মেয়ে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক মতিয়ার রহমান মুন্সিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার হিরণ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ভুক্তভোগী শিশুর বাবা জানান, গ্রেপ্তার মতিয়ার রহমান মুন্সির স্ত্রীর কাছে ইসলামিক শিক্ষা নিতো তার শিশু। গত মঙ্গলবার সকালে ওই বাড়িতে যান তার মেয়ে। এসময় অভিযুক্তের স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়লে মতিয়ার রহমান মুন্সি মেয়েকে ধর্ষণ করেন। পরে  মেয়েটি তার বাবা ও মাকে ঘটনাটি জানায়। পরে শিশুর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। পুলিশ মতিয়ার রহমান মুন্সিকে গ্রেপ্তার করে।

ওসি (তদন্ত) মোশারফ হোসেন বলেন, মামলা হওয়ার পর মতিয়ার রহমান মুন্সিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাদল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়