ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিশু হত্যার দায়ে যাবজ্জীবন

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু হত্যার দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে এক শিশুকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি নাজমুল হক। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৭ জুলাই রংপুর নগরীর খামারপাড়া এলাকায় অ্যাডভোকেট আবু তালেবের পুকুরে শিশু রাকিবসহ তিন বন্ধু গোসল করতে যায়।  গোসল করার সময় পাহারাদার শহিদুল তাদের চলে যেতে বলে। এ সময় তিন শিশু পুকুর থেকে উঠে চলে যাওয়ার সময় আসামি নাজমুল তাদের ধাওয়া করে রাকিবকে ধরে ফেলে। এরপর আসামি নাজমুল শিশু রাকিবকে গাছের ডাল দিয়ে বেদম মারধর করলে রাকিব ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় নিহত রাকিবের বাবা আয়নাল বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামি শহিদুল ও নাজমুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ১৩ জনের সাক্ষ্য ও জেরা শেষে আদালত নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কারাদণ্ডের সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি শহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হোসেন।



রাইজিংবিডি/রংপুর/১৯ এপ্রিল ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়